বেঁচে থাকা মানে কেবল শ্বাসের বন্ধন, জীবনের প্রতিদিন নতুন এক আরম্ভ। বেঁচে থাকার মাঝে আছে শুধুই প্রবাহ, যেখানে হৃদয়ের কথা নেই কোনো তাহা।
কিন্তু ভালো থাকা এক মধুর অভিজ্ঞতা, প্রেম, শান্তি আর আনন্দে ভরা মুহূর্তগাঁথা। যেখানে প্রতিটি সকালে সূর্যের হাসি, অন্ধকারে মেলে ধরতে চায় নতুন আশা।
বেঁচে থাকা মানে কেবল ক্ষুধার তাড়না, ভালো থাকা মানে তৃপ্তির শেষ ঠিকানা। যেখানে হৃদয় মেলে ধরে আপন আলয়, ভালো থাকা মানে সুখের এক অপরূপ পরিণয়।
বেঁচে থাকা মানে শুধু অস্তিত্বের সংগ্রাম, ভালো থাকা মানে প্রাণে সুখের মধুর ঝংকার। যেখানে প্রতিটি ক্ষণে নতুন স্বপ্ন দেখা, ভালো থাকার মানে জীবনকে আপন করে রাখা।
বেঁচে থাকা আর ভালো থাকা এক নয়!, একটিতে কেবলই টিকে থাকা, অন্যটিতে সুখের পরিচয়। জীবন যদি হয় এক কাব্যের পরিসমাপ্তি, তাহলে ভালো থাকাই তার প্রকৃত প্রত্যাশা, অনাবিল তৃপ্তি।